পাইকগাছায় গ্রাম আদালত সম্পর্কে ব্যাপক জনসচেতনতা বৃদ্ধিতে স্থানীয় সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান সমূহের ভূমিকা শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় সরকার বিভাগের বাংলাদেশ গ্রাম আদালত সক্রীয়করণ প্রকল্প (২য় পর্যায়) এর আওতায় মঙ্গলবার উপজেলা প্রশাসন মিলনায়তনে উপজেলা প্রশাসন ও ওয়েভ ফাউন্ডেশন আয়োজিত কর্মশালায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ ফকরুল হাসান।
প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান এ্যাড. স ম বাবর আলী। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা ভাইস চেয়ারম্যান মাওঃ শেখ কামাল হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান শাহানারা খাতুন, ওসি (তদন্ত) এসএম শাহাদাৎ হোসেন। কর্মশালায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন ওয়েভ ফাউন্ডেশনের মনিটরিং কো–অর্ডিনেটর মোঃ শামছুর রহমান।
গ্রাম আদালত প্রকল্পের উপজেলা সমন্বয়কারী মোঃ মহিদুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠিত কর্মশালায় উপস্থিত ছিলেন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ জাহিদ ইকবাল, কৃষি অফিসার এএইচএম জাহাঙ্গীর আলম, সমবায় কর্মকর্তা মুকুন্দ বিশ্বাস, প্রকৌশলী আবু সাঈদ, একাডেমীক সুপার ভাইজার মীর নূরে আলম সিদ্দিকী, সাংবাদিক আব্দুল আজিজ, এন ইসলাম সাগর, শাহানাজ পারভীন পপি, গ্রাম আদালত সহকারী নাজমুন নাহার, শুক্লা মিশ্র ও বাবুল আক্তারসহ বিভিন্ন সরকারি দপ্তর এবং বেসরকারি সংস্থার প্রতিনিধিবৃন্দ।