কয়রা উপজেলায় জ্বালিয়ে দেয়া ঘরবাড়ি আর
মন্দিরের সামনে দাড়িয়ে এই গৃহবধূর জিজ্ঞাসা, সামনের দিন গুলো কি করে
কাটবে? বাড়ি ঘর পুড়িয়ে দিয়েছে, মাথা গোঁজার ঠাঁই নাই। গোলার ধান নিয়ে
গেছে সন্তানকে খাওয়াবে কি? কেউ নিরাপত্তার আশ্বাস দেইনি, সম্মান বাঁচাবে
কে?