Friday, March 29, 2013

কপিলমুনিতে বাস-নছিমন মুখোমুখি সংঘর্ষ; আহত ৪

কপিলমুনিতে বাস-নসিমন মুখোমুখি সংঘর্ষে ৪জন মারাত্মক আহত হয়েছে। আহতদেরকে পার্শ্ববর্তী কপিলমুনি হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনাটি ঘটেছে শুক্রবার সকাল ১০টায় পাইকগাছা উপজেলার কপিলমুনি বাজারস্থ ফকিরবাসা মোড়ে। প্রত্যাক্ষদর্শীরা জানায়, খুলনাগামী মিনিবাস ঢাকা মেট্রো-জ ৮৩৬৪ কপিলমুনি বাজারের ফকিরবাসা মোড়ে পৌছালে বিপরীত দিক থেকে আসা যাত্রীবাহী নসিমনকে ধাক্কাদেয়। এতে নসিমনটি উল্টে গেলে ৩ যাত্রীসহ চালক মারাত্মকআহত হয়। এ সময় আশপাশের লোকজন আহতদেরকে উদ্ধার করে পার্শ্ববর্তী কপিলমুনি হাসপাতালে ভর্তি করে দেয়। আহতরা হলেন, নছিমন চালক হারুনার রশিদ (৩০), যাত্রী শাহিদা বেগম (৪০), চায়না (২৯) ও মরিয়াম (৩২)।