Friday, March 29, 2013

পাইকগাছার শততম কেন্দ্রীয় মহানামযজ্ঞের প্রস্তুতি সভা

পাইকগাছার কেন্দ্রীয় শততম ২৪ প্রহরব্যাপী মহানামযজ্ঞ অনুষ্ঠান উপলক্ষ্যে এক প্রস্তুতিমুলক সভা শুক্রবার সকালে উপজেলার মঠবাটি শ্রী শ্রী রামকৃষ্ণ সেবাশ্রম মন্দির প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়। উপজেলা পূজা উদযাপন পরিষদ ও নামযজ্ঞ উদযাপন পরিষদের সভাপতি সমীরন সাধুর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান মোঃ রশীদুজ্জামান।

বিশেষ অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান কৃষ্ণপদ মন্ডল, পৌর মেয়র সেলিম জাহাঙ্গীর, গদাইপুর ইউপি চেয়ারম্যান কাজী আব্দুস সালাম বাচ্চু, সাবেক চেয়ারম্যান আব্দুর রাজ্জাক মলঙ্গী ও দিবাকর বিশ্বাস, আব্দুল মতিন সরদার, রতন কুমার ভদ্র, দীপক মন্ডল,নুর আলী মোড়ল, গাজী নজরুল ইসলাম,ইউপি সদস্য মোঃ শের আলী, মোস্তফা মোল্লাযা।

কল্লোল মল্লিক ও প্রশান্ত সরকারের পরিচালনায় বক্তব্য রাখেন মনোহর মন্ডল, মুরারি মোহন সরকার, অমরেন্দ্র মন্ডল, অজিত মন্ডল, নির্মল অধিকারী, সাংবাদিক স্নেহেন্দু বিকাশ, শেখ আবুল কালাম আজাদ, উদয় শংকর রায়, চিত্ত রঞ্জন মন্ডল, প্রজিত রায়, সন্তোষ সরকার, দুলাল বিশ্বাস, মনোজ বিশ্বাস, পিযুষ সাধু, দীনেষ রায়, বিবেকানন্দ ধর, সুভাষ দেবনাথ, জগন্নাথ দেবনাথ, পারিজাত মল্লিক। উল্লেখ্য আগামী ৮ এপ্রিল সোমবার থেকে তিনদিন ব্যাপী মহানামযজ্ঞানুষ্ঠান অনুষ্ঠিত হবে।