Saturday, April 27, 2013

সাভারে বৃষ্টি; তাঁবু চেয়ে মাইকিং

সাভারের বৃষ্টি শুরু হওয়ায় রানা প্লাজার ধ্বংসস্তূপে উদ্ধার তৎপরতা ব্যাহত হচ্ছে বলে জানা গেছে। সেখানে সেনাবাহিনীর পক্ষ থেকে সবার কাছে তাঁবু চেয়ে মাইকিং করা হচ্ছে। শনিবার দুপুর ১২টা ৩৫ মিনিটে সেখানে আকাশ কালো করে মেঘ করে এবং তার পরই বৃষ্টি শুরু হয়। বৃষ্টির সঙ্গে বজ্রপাত হচ্ছে। সে কারণে উদ্ধার তৎপরতা ব্যাহত হচ্ছে।

এদিকে, সেনাবাহিনীর ক্যাম্পের জন্য টানানো তাঁবুটিও খুলে নিয়ে ধ্বংস স্তূপের সুড়ঙ্গ ও ফাটল ঢেকে দিয়ে উদ্ধার তৎপরতা চালানো হচ্ছে। অপরদিকে, শনিবার সকালে আরও ১৬ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে।