রোববারের
মধ্যে সাভার ট্রাজেডির মূল হোতা যুবলীগ নেতা সোহেল রানাকে গ্রেফতার করা না
হলে বৃহস্পতিবার দেশব্যাপী সকাল-সন্ধ্যা হরতালের ডাক দিয়েছে গণতান্ত্রিক
বামমোর্চা ও সিপিবি-বাসদ। শনিবার সকালে পৃথক পৃথক সংবাদ সম্মেলনে বামমোর্চা
ও সিবিপি-বাসদএ হরতালের ডাক দেয়। এর আগে শুক্রবার গণতান্ত্রিক বামমোর্চার
এক সভায় সাভারে ভবনধসের ঘটনার জন্য দায়ী ব্যক্তিদের ২৮ এপ্রিলের মধ্যে
গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা না নিলে হরতালসহ বৃহত্তর
কর্মসূচি ঘোষণা করবে বলে সিদ্ধান্ত নেয়া হয়।