পাইকগাছায়
ঢাকা থেকে ফেরার সময় হেফাজত কর্মী সন্দেহে পুলিশ এক মাদ্রাসা ছাত্রকে আটক
করেছে। থানা পুলিশ সুত্রে জানাযায়, উপজেলার গড়ইখালী গ্রামের আজম আলী মোড়লের
পুত্র বাবু মোড়ল (১৮) ঘটনার দিন মঙ্গলবার ভোর ৬টার দিকে দিগন্ত পরিবহনযোগে
ঢাকা থেকে ফেরার সময় বাসষ্ট্যান্ড সংলগ্ন জিরো পয়েন্ট নামক স্থানে পৌছালে
ঘটনাস্থলে উপস্থিত থানা পুলিশ বাস তল্লাশী করে তাকে আটক করে। পরে তাকে
সন্দেহভাজন হিসাবে আদালতে সোপর্দ করা হয়েছে বলে এসআই তরিকুল ইসলাম জানান।
আটক যুবক জানান সে ঢাকার আমিনবাজার ছালেহপুর কওমী মাদ্রাসার ছাত্র।