কপিলমুনি সহচরী বিদ্যামন্দিরের প্রতিষ্ঠাতা
ক্ষনজন্মা মহাপুরুষ স্বর্গীয় রায় সাহেব বিনোদ বিহারী সাধুর ১২৫তম
জম্মজয়ন্তী উদযাপন উপলক্ষে ব্যাপক প্রস্তুতি হাতে নিয়েছে বিদ্যালয়
কর্তৃপক্ষ। আগামী ২৬শে বৈশাখ ১৪২০ বঙ্গাব্দ, ৯ই মে ২০১৩ বৃহস্পতিবার বিদ্যামন্দির
প্রাঙ্গনে পালিত হবে এ কর্মসুচি। কর্মসুচির মধ্যে সকাল ৯টায় রায় সাহেব
বিনোদ বিহারী সাধু’র প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, সকাল ৯.১৫ মিনিটে
শোভাযাত্রা, সকাল ১০টায় আলোচনানুষ্ঠানে অতিথিবৃন্দের আসন গ্রহন, সকাল ১০টা
১৫ মিনিটে রায় সাহেবের কর্মময় জীবন সম্পর্কে আলোচনা।

এরপর সকাল ১১.৩০ মিনিটে কৃতি শিক্ষর্থী ও তাদের অভিভাবকদিগকে সংবর্ধনা ও পুরস্কার বিতারণ এবং সবশেষে মিষ্টান্ন বিতারণ। এ উপলক্ষে বিদ্যালয়ের প্রধান শিক্ষক হরেকৃষ্ণ দাশ বিদ্যালয় সংশ্লিষ্ট সকলক শুভানুধ্যায়ী ও অভিভাবকদের উপস্থিতি কামনা করেন।