Friday, May 10, 2013

যশোর বোর্ড সেরা খুলনা জিলা স্কুল; জিপিএ-৫ পেয়েছে ৯,০৮৬ জন

এসএসসি পরীক্ষায় যশোর বোর্ডে পাশের হার ৯২ দশমিক ৬২। গত বছরের তুলনায় পাশের হার বৃদ্ধি পেয়েছে ৫ দশমিক ৪৬। গত বছর পাশের হার ছিল ৮৭ দশমিক ১৬। এবার এ বোর্ড থেকে জিপিএ-৫ পেয়েছে নয় হাজার ৮৬ জন। এর মধ্যে ৫ হাজার ১৬১ জন ছেলে ও ৩ হাজার ৯২৫ জন মেয়ে। এবছর পরীক্ষায় এক লাখ ১৮ হাজার ২৯৩ জন অংশ নিয়ে উত্তীর্ণ হয়েছে এক লাখ ৯ হাজার ৫৫৯ জন। উত্তীর্ণ শিক্ষার্থীদের মধ্যে ছেলে ৫৫ হাজার ৮৪৪ জন ও মেয়ে ৫৩ হাজার ৭১৫ জন। যশোর শিক্ষা বোর্ডে শীর্ষ স্থান অধিকার করেছে খুলনা জিলা স্কুল।

এছাড়া খুলনা মিলিটারি কলেজিয়েট স্কুল দ্বিতীয়, ঝিনাইদহ ক্যাডেট কলেজ তৃতীয়, খুলনা সরকারি করনেশন গার্লস হাই স্কুল চতুর্থ ও কুষ্টিয়া জিলা স্কুল পঞ্চম স্থান অধিকার করেছে। এছাড়া খুলনা সদরের ফাতেমা হাই স্কুল ষষ্ঠ, যশোর পুলিশ লাইন স্কুল সপ্তম, খুলনা সদরের ইকবালনগর গার্লস হাই স্কুল অষ্টম, খুলনার ফুলতলার ক্যান্টনমেন্ট পাবলিক সেকেন্ডারি স্কুল নবম ও যশোর দাউদ পাবলিক স্কুল দশম স্থানে রয়েছে।

ফলাফলের ভিত্তিতে বোর্ড প্রকাশিত সেরা ২০ এর মধ্যে খুলনার ১০টি, যশোরের ৫টি, কুষ্টিয়ার ৩টি এবং ঝিনাইদহ ও সাতক্ষীরার ১টি করে স্কুল রয়েছে। ফলাফলে সামান্য ব্যবধানে ( পয়েন্ট ২১) ছেলেরা এগিয়ে রয়েছে। ছেলেদের পাশের হার ৯২ দশমিক ৭২ ও মেয়েদের হার ৯২ দশমিক ৫১।