Friday, May 10, 2013

রায় সাহেবের ১২৫তম জন্মজয়ন্তী উপলক্ষে আলোচনাসভা

কপিলমুনি সহচরী বিদ্যামন্দিরের প্রতিষ্ঠাতা ক্ষণজন্মা মহাপুরুষ রায় সাহেব বিনোদ বিহারী সাধু’র ১২৫তম জন্মজয়ন্তী পালিত হয়েছে। বৃহস্পতিবার বিদ্যালয় কর্তৃপক্ষ এ আয়োজন করেন। কর্মসুচি অনুযায়ী এ দিন সকাল ৭টায় রায় সাহেব বিনোদ বিহারী সাধু’র প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ। পরে স্কুলের শিক্ষক শিক্ষিকা, ছাত্রছাত্রী, অভিভাবক ও এলাকার সুধী সমন্বয়ে বর্ণাঢ্য শোভাযাত্রা কপিলমুনি বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন এবং সকাল ১০টায় কৃতি ছাত্রছাত্রীর অভিভাবকদের সংবর্ধনা ও আলোচনাসভা।

আলোচনাসভায় বিদ্যালয়ের প্রধান শিক্ষক হরেকৃষ্ণ দাশের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, পাইকগাছা উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ রশিদুজ্জামান, বিশেষ অতিথি ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী আতিয়ুর রহমান, উপজেলা ভাইস চেয়ারম্যান কৃষ্ণপদ মন্ডল। সবশেষে মিষ্টি বিতারণ করা হয়।