Friday, May 10, 2013

১৭ দিন পর ধ্বংসস্তূপে ‘জীবিত’ এক নারী

সাভারের ধ্বংসস্তুপে একজন জীবিতের সন্ধান পওয়া গেছে। ১৭ দিন পরে। এই জীবিত ব্যক্তির উদ্ধার হলে তা হবে উদ্ধারকারীদের জন্যে সবচেয়ে বড় পুরস্কার, এই পুরস্কার তাঁদের প্রাপ্য। মেয়েটির নাম রেশমি, রেশমি হোক এক অভূতপূর্ব জীবনী শক্তির নাম। উদ্ধারকারীদের আগাম অভিনন্দন, ধন্যবাদ।