Sunday, June 9, 2013

কয়রায় দূর্বৃত্ত কর্র্তৃক মৎষ্য ঘেরে হামলা, লুটপাট ও অগ্নিসংযোগ

কয়রার পল্লীতে দূর্বৃত্তরা এক মৎষ্য ঘেরে হামলা চালিয়ে ঘেরে মালিককে উপর্যপুরি মারপিট করে তাকে বেঁধে রেখে ঘেরের মাছ লুটপাট করে ঘেরের বাসায় অগ্নিসংযোগ করে ঘেরের বাসাটি পুড়িয়ে দিয়েছে। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার গভীর রাত্রে উপজেলার আমাদী ইউনিয়নের ভান্ডারপোল গ্রামের এক মৎষ্য ঘেরে।

ভূক্তভোগী ও স্থানীয় সূত্রে জানাগেছে বৃহসম্পতিবার গভীর রাতে ৯/১০ জনের একটি দল ঘেরের বাসায় হামলা করে। হামলাকারীরা ঘের মালিক ফারুককে অস্ত্রের মুখে জিম্মি করে বেঁধে ফেলে মৎস্য ঘেরের জাল টেনে মাছ লুটপাট করে। দুর্বৃত্তরা ঘেরের বাসায় আগুন দিয়ে পুড়িয়ে দেয়।

এসময় আগুনের লেলিহানে দেখতে পেয়ে স্থানীয় লোকজন এসে ঘের মালিককে উদ্ধার করলেও ঘেরের বাসাটি সম্পূর্ন পুড়ে যায়। বিষয়টি নিয়ে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। এব্যাপারে কয়রা থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে বলে জানাগেছে।