Monday, July 1, 2013

মামলা প্রত্যাহারে সন্ত্রাসীদের হুমকি; নিরাপত্তাহীনতায় সাংবাদিক পরিবার

পাইকগাছায় সাংবাদিকের উপর হামলার ঘটনায় দায়ের করা মামলা প্রত্যাহারের জন্য সন্ত্রাসীরা হুমকি প্রদর্শন করায় চরম নিরাপত্তাহীনতায় রয়েছে সাংবাদিক পরিবার। হুমকির ঘটনায় থানায় জিডি হয়েছে। যার নং-১৩৬৬। এদিকে হামলার ঘটনার ৪দিন অতিবাহিত হলেও পুলিশ কোন আসামীকে আটক করতে পারেনি।

জানা যায়, পত্রিকায় সংবাদ প্রকাশের জের ধরে উপজেলার বাহিরবুনিয়া গ্রামের ছহিলউদ্দিন গাজীর পুত্র এলাকার চিহ্নিত সন্ত্রাসী ও একাধিক মামলার আসামী সন্ত্রাসী রাজীব ২৭ জুন সন্ধ্যায় গঙ্গারকোনা গ্রামের এক্ন্তা রায়ের পুত্র সাংবাদিক কৃষ্ণ রায়কে কাঠামারি বাজারে বেদম মারপিট করে আহত করে। এ ঘটনায় সাংবাদিক কৃষ্ণ রায় বাদী হয়ে ২৮ জুন সন্ত্রাসী রাজীবসহ ৩ জনের নাম উল্লেখ ও অজ্ঞাত আরো ৩/৪ জনকে আসামী করে থানায় মামলা করে।

এদিকে মামলা করায় ক্ষিপ্ত হয়ে সন্ত্রাসী রাজীব ও তার দলবল গত শনিবার দুপুরে সাংবাদিকের বাড়ীতে চড়াও হয়ে ২৪ ঘন্টার মধ্যে মামলা প্রত্যাহারের জন্য পিতা একান্ত রায় ও দাদা বিষ্ণুপদ রায়কে হুমকি প্রদান করে। ঘটনার ৪দিনেও পুলিশ কোন আসামীকে আটক করতে না পারায় চরম নিরাপত্তাহীনতায় রয়েছে সাংবাদিক ও তার পরিবার। ভয়ে বাড়ী ফিরতে পারছে না হাসপাতালে চিকিৎসাধীন সাংবাদিক কৃষ্ণরায়। এ ব্যাপারে আসামীদের আটকের চেষ্ঠা অব্যহত রয়েছে বলে এসআই সিরাজ জানান।

অপরদিকে সাংবাদিকের উপর হামলার ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে সন্ত্রাসীদের গ্রেফতারের দাবী জানিয়েছে পাইকগাছার কর্মরত সাংবাদিকবৃন্দ।