Tuesday, November 19, 2013

সামনের ১০ দিন নিরাপদে পার হলেই আমনের বাম্পার ফলন

দেশে এবার আমন ফসলের বাম্পার ফলনের আশা করা হচ্ছে। আগাম জাতের আমন ধান কাটা গত ১৫ দিন আগে থেকে শুরু হয়েছে । তবে দক্ষিণাঞ্চলের স্থানীয় জাতের আমন ফসল পাকতে এখনও ১৫-২০ দিন সময় লাগবে। সামনের ১০দিন পার হলেই প্রাকৃতিক দুর্যোগ বিশেষ করে ঝড়-বৃষ্টির আশংকা থাকবে না। ফলে কৃষক নিরাপদে ফসল ঘরে তুলতে পারবেন বলে আশা করা যায়। 
সাধারণত নভেম্বর মাসে ঘূর্ণিঝড়ের আশংকা থাকে। ১৯৮৮ সালের ২৮ নভেম্বর খুলনা উপকূলে ঘুর্ণিঝড় আঘাত হানে। এত বিলম্বে আর ঘূর্ণিঝড়ের রেকর্ড নেই। এবার মৌসুমের শেষে আশ্বিন ও কার্তিক মাসে পর্যাপ্ত বৃষ্টিপাত হওয়ায় আমন ফসলের প্রভূত উপকারে এসেছে। উঁচু জমির ধানও ভালো হয়েছে। খুলনার সব উপজেলাতেই এবার ফলন ভালো হবে বলে আশা করা যাচ্ছে।