Tuesday, November 19, 2013

মহিলা ভাইস-চেয়ারম্যানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি

কয়রা উপজেলার মহিলা ভাইস-চেয়ারম্যান নাসিমা আলমের বিরুদ্ধে মঙ্গলবার গ্রেফতারি পরোয়ানা জারি করেছে আদালত। উপজেলার দক্ষিণ বেদকাশি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান এ্যাডঃ মঞ্জুর আলম নান্নু’র দায়ের করা ৫ লাখ টাকার চেক ডিসঅনার মামলায় আদালত ওই নির্দেশ দেন। তবে শেষ খবর পাওয়া পর্যন্ত গ্রেফতারি পরোয়ানা পৌঁছায়নি পুলিশের হাতে।

মামলার এজাহার সুত্রে জানা গেছে, উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত জমি-জমা বিক্রয় সম্পর্কিত লেনদেনে উপজেলা ভাইস-চেয়ারম্যান নাসিমা আলম গত ৩০ এপ্রিল ৫ লাখ টাকার একটি চেক দেন দক্ষিণ বেদকাশি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান এ্যাডঃ মঞ্জুর আলম নান্নুকে। ব্যাংকের ওই হিসাবে টাকা না থাকায় গত ১৯ আগস্ট চেকটি ডিসঅনার হয়। এরপর মঞ্জুর আলম নান্নু বিভিন্নভাবে উপজেলার মহিলা ভাইস-চেয়ারম্যান নাসিমা আলমের সাথে এবিষয়ে যোগাযোগ করলেও কোন সুরাহা হয়নি।

গত ১৮ সেপ্টেম্বর তাকে লিগ্যাল নোটিশ দেন এ্যাডঃ নান্নু। আইনী প্রক্রিয়ায় লিগ্যাল নোটিশের উত্তর না দিয়ে বিভিন্ন মাধ্যমে মঞ্জুর আলম নান্নুকে ভয়ভীতি দেখান তিনি। গত ১০ অক্টোবর কয়রার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে মামলা দায়ের করেন মঞ্জুর আলম নান্নু (যার সি আর ৩২৫/১৩)। একপর্যায়ে আদালত নাসিমা মামুনের বিরুদ্ধে সমন জারি করে। মঙ্গলবার স্বশরীরে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আবু বকর সিদ্দিকের আদালতে হাজির হবার নির্দেশনা থাকলেও তিনি আদালতে হাজির হননি। ফলে আদালত অবমাননার অভিযোগে তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়।

কয়রা থানার ওসি মোঃ ফজলুর রহমান বলেন, এ ধরণের নির্দেশনা আমার হাতে এখনো পৌঁছায়নি। আদালতের নির্দেশ পেলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।