Tuesday, November 19, 2013

শিক্ষক আশিষ রঞ্জন দাশ জেলার শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত

কোমলমতি শিশুদের মেধা বিকাশ ও তাদের প্রাথমিক জ্ঞান তথা শিক্ষা অর্জনে যাদের গুরুত্ব অপরিসীম তাদের মধ্যে একজন আশীষ রঞ্জন দাশ। পাইকগাছা উপজেলার হরিদাশকাটি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আশীষ রঞ্জন দাশ গত ৩১ অক্টোবর জেলা পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষক প্রতিযোগীতায় ২০১৩ সালে খুলনা জেলার শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত হয়েছেন।

শিক্ষা ক্ষেত্রে অসামান্য অবদানের জন্য তিনি এ সম্মান অর্জন করেন। ইতিপূর্বে তিনি ৪ বার উপজেলা পর্যায় শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত হন। এ উপলক্ষে গত ১৩ নভেম্বর উপজেলায় শিক্ষকদের মাসিক সমন্বয় সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা সহ অফিসারবৃন্দের উপস্থিতিতে তাকে সংবর্ধনা প্রদান করা হয়।

প্রাথমিক শিক্ষা ক্ষেত্রে তার অসামান্য অবদান ও শ্রেষ্ঠত্ব অর্জন করায় তিনি খুবই আনন্দিত ও গর্বিত। শিক্ষক আশীষ রঞ্জন দাশ ব্যাক্তিগত জীবনে ২ কন্যা ও ১ পুত্রের জনক।