Tuesday, November 12, 2013

পাইকগাছা প্রেসক্লাবের প্রতিবাদ সমাবেশ সাময়িক স্থগিত

পাইকগাছা প্রেসক্লাবের প্রতিবাদ সমাবেশ সাময়িক স্থগিত করা হয়েছে। থানার এসআই হারুন কর্তৃক সাংবাদিকদের সাথে অসাদাচারণ ও কটুক্তি করার প্রতিবাদে মঙ্গলবার বিকালে প্রতিবাদ সমাবেশের আহবান করা হয়। পুলিশের উর্দ্ধতন কর্তৃপক্ষের আশ্বাসের প্রেক্ষিতে এ প্রতিবাদ সমাবেশ স্থগিত করা হয়েছে।

উল্লেখ্য, পাইকগাছা থানার এসআই হারুন যোগদানের পর হতে বিভিন্ন সময়ে সাংবাদিকদের সাথে অসাদাচারণ ও কটুক্তি করার প্রতিবাদে সোমবার বিকালে প্রেসক্লাবের এক জরুরী সভায় এসআই হারুনের অপসারনের দাবীতে প্রতিবাদ সমাবেশ করার সিদ্ধান্ত গৃহিত হয়।

এ লক্ষ্যে প্রেসক্লাব কর্তৃপক্ষ সকল প্রস্তুতি সম্পন্ন করলে মঙ্গলবার সকালে পুলিশের উর্দ্ধতন কর্তৃপক্ষের আশ্বাসের প্রেক্ষিতে প্রতিবাদ সমাবেশ স্থগিত করা হয়। পাইকগাছা প্রেসক্লাবের সভাপতি গাজী সালাম জানান জেলা অতিরিক্ত পুলিশ সুপার (দক্ষিণ) এসএম শফিউল্লাহর আশ্বাসের প্রেক্ষিতে সমাবেশ স্থগিত করা হয়েছে।