Tuesday, November 12, 2013

পাইকগাছায় কৃষি কলেজ স্থাপনে ৪৫ কোটি টাকা বরাদ্দ

অবশেষে প্রধানমন্ত্রীর প্রতিশ্রুত পাইকগাছায় কৃষি কলেজ স্থাপনে একনেক’র সভায় ৪৫ কোটি টাকা বরাদ্ধ অনুমোদন হয়েছে। মঙ্গলবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত জাতীয় অর্থনীতি নির্বাহী পরিষদ একনেকের সভায় এ অনুমোদন দেয়া হয় বলে স্থানীয় এমপি এ্যাড. সোহরাব আলী সানা বিষয়টি নিশ্চিত করেছেন।

এ খবর এলাকায় ছড়িয়ে ড়লে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও স্থানীয় এমপি এ্যাড. সোহরাব আলী সানাকে অভিনন্দন জানিয়েছেন পাইকগাছা নাগরিক কমিটির নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণীপেশার মানুষ।

উল্লেখ্য বর্তমান মহাজোট সরকার ক্ষমতাগ্রহনের পর ২০১০ সালের ২৩ জানুয়ারী কয়রার এক জনসভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আইলা কবলিত পাইকগাছা ও কয়রা উপজেলায় একটি করে মহিলা কলেজ তীয়করণ একটি করে স্টেডিয়াম নির্মাণ ও পাইকগাছায় একটি কৃষিকলেজ স্থাপনের প্রতিশ্রুতি দেন।

আগামী এক মাসের মধ্যে কৃষি কলেজ স্থাপনে ভূমি অধিগ্রহণ থেকে শুরু করে সকল কার্যক্রম শুরু হবে বলে এমপি এ্যাড. সোহরাব আলী সানা জানান।