Wednesday, November 27, 2013

পাইকগাছায় ইউপি সদস্যের বাড়ীতে ডাকাতির ঘটনায় আটক ১

পাইকগাছায় ইউপি সদস্যের বাড়ীতে সশস্ত্র ডাকাতির ঘটনায় ১ জনকে আটক করা হয়েছে। পুলিশ মঙ্গলবার বিকালে দকোপ উপজেলার কামিনিবাসিয়া গ্রামের মোহাম্মদ আলী ফকিরের পুত্র মোবারক ফকির (২৮) কে কামিনিবাসিয়া এলাকা থেকে আটক করে। আটক মোবারককে বুধবার সকালে ৭ দিনের রিমান্ড আবেদন চেয়ে আদালতে পাঠানো হয়েছে।

উল্লেখ্য, গত সোমবার দিবাগত রাতে উপজেলার সোলাদানা ইউনিয়নের ৭নং ওয়ার্ড ইউপি সদস্য গাজী মুজিবরের ভ্যাকটমারীর বাড়ীতে দূধর্ষ ডাকাতি সংগঠিত হয়। প্রায় ২৫/৩০ জনের স্বশস্ত্র ডাকাত বাড়ির মালিক ও অন্যান্য লোকজনকে বেঁধে ও অস্ত্রের মুখে জিম্মি করে নগদ ৬ লাখ টাকা ও ১০/১২ ভরি স্বর্ণালংকার লুট করে।

এ ঘটনায় ইউপি সদস্য গাজী মুজিবর বাদী হয়ে এদিন রাতে ১০/১৫ জন অজ্ঞাত ব্যক্তিকে আসামী করে থানায় মামলা করেন। এদিকে ঘটনার ১ দিন পর এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে পুলিশ ১ জনকে আটক করেছে। আটক মোবারকের রিমান্ড আবেদন মঞ্জুর হলে অনেক গুরুত্বপূর্ণ তথ্য বেরিয়ে আসবে বলে তদন্ত কর্মকর্তা এসআই জালাল জানান।