দেশব্যাপী ১৮ দলীয় জোটের ৪৮ ঘন্টা অবরোধে বাঁধা পেয়ে পাইকগাছার কাঁকড়া
ব্যবসায়ীদের ১০ লক্ষ টাকার ৫ টন কাঁকড়া ঢাকায় যেতে না পেরে তা নষ্ঠ হয়ে
গেছে। এ ঘটনায় ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীরা কাঁকড়া ক্রয়-বিক্রয় বন্ধ করে
দিয়েছেন। রাজনৈতিক দলের নেতাদের প্রতি মৎস ও কাঁকড়া সম্পদ হরতাল-অবরোধের
অওতামুক্ত রাখার জন্য ব্যবসায়ী সংগঠনের নেতারা অনুরোধ জানিয়েছেন।
সংশ্লিষ্ট সুত্রে জানা গেছে, ঢাকায় কাঁকড়া সরবরাহকারী ব্যবসায়ী জগন্নাথ সানা, অধিবাস সানা, অজয় মন্ডল, সুমন বড়ুয়াসহ একাধিক ব্যক্তি উপজেলার একাধিক ব্যবসা প্রতিষ্ঠান থেকে সোমবার দিনব্যাপী বিভিন্ন গ্রেডের ৫ টন ওজনের ৮০ ঝুড়ি কাঁকড়া ক্রয় করেন।
সোমবার রাতে সমিতির গাড়ীতে ঢাকার উদ্দেশ্যে প্রেরন করলে পথমধ্যে গাড়িটি যশোরের চিনেটোলায পৌছালে অবরোধকারীদের বাঁধার মুখে পড়ে। ক্ষয়ক্ষতির আশংকায় মালবোঝায় গাড়িটি রাতেই পাইকগাছায় ফিরে আসে এবং মঙ্গলবার দুপুরে পর থেকে জীবন্ত কাঁকড়াগুলি পর্যায়ক্রমে মারা যেতে থাকে বলে সমিতির নেতৃবৃন্দরা জানিয়েছেন।
সংগঠনের সভাপতি অধিবাস সানা ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, অবরোধকারীরা একটি কাঁকড়া বোঝাই গাড়ীতে আগুন ধরিয়ে দেওয়ার ঘটনা জানতে পেরে পাইকগাছার গাড়ীটি ফিরে আসে। তিনি রাজনৈতিক নেতাদের প্রতি হরতাল-অবরোধের সময় মৎস সম্পদকে এর আওতামুক্ত রাখার অনুরোধ জানিয়েছেন।
সংশ্লিষ্ট সুত্রে জানা গেছে, ঢাকায় কাঁকড়া সরবরাহকারী ব্যবসায়ী জগন্নাথ সানা, অধিবাস সানা, অজয় মন্ডল, সুমন বড়ুয়াসহ একাধিক ব্যক্তি উপজেলার একাধিক ব্যবসা প্রতিষ্ঠান থেকে সোমবার দিনব্যাপী বিভিন্ন গ্রেডের ৫ টন ওজনের ৮০ ঝুড়ি কাঁকড়া ক্রয় করেন।
সোমবার রাতে সমিতির গাড়ীতে ঢাকার উদ্দেশ্যে প্রেরন করলে পথমধ্যে গাড়িটি যশোরের চিনেটোলায পৌছালে অবরোধকারীদের বাঁধার মুখে পড়ে। ক্ষয়ক্ষতির আশংকায় মালবোঝায় গাড়িটি রাতেই পাইকগাছায় ফিরে আসে এবং মঙ্গলবার দুপুরে পর থেকে জীবন্ত কাঁকড়াগুলি পর্যায়ক্রমে মারা যেতে থাকে বলে সমিতির নেতৃবৃন্দরা জানিয়েছেন।
সংগঠনের সভাপতি অধিবাস সানা ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, অবরোধকারীরা একটি কাঁকড়া বোঝাই গাড়ীতে আগুন ধরিয়ে দেওয়ার ঘটনা জানতে পেরে পাইকগাছার গাড়ীটি ফিরে আসে। তিনি রাজনৈতিক নেতাদের প্রতি হরতাল-অবরোধের সময় মৎস সম্পদকে এর আওতামুক্ত রাখার অনুরোধ জানিয়েছেন।