Wednesday, November 27, 2013

পৌরসভার প্রধান সড়কের উপর গতিহীন বাসের মেলা ! (২)

পাইকগাছা পৌরসভার প্রধান সড়কের উপর এভাবেই সবসময়ই রাখা থাকে বাস। সৃষ্টি হয় যানযটের, ঘটে অনাকাঙ্খিত দুর্ঘটনা ! প্রধান সড়কের অর্ধেকই যেন এসব বাস মালিকদের দখলে। কিন্তু কোন ভ্রুক্ষেপ নেই সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তাদের।


ছবিটি পাইকগাছা পৌরসভার আসিফ ফিলিং স্টেশনের সামনে থেকে তোলা।