Thursday, December 12, 2013

এক মাসেও চুরির মালামাল উদ্ধার করতে পারেনি পুলিশ

পৌর সদরের প্রাণকেন্দ্রস্থ দীপ্তি মোবাইল কর্নারে দুর্ধর্ষ চুরির ঘটনায় জড়িত সন্দেহে পুলিশ ৩ বখাটেকে আটক করলেও খোয়া যাওয়া টাকা বা মালামাল গত এক মাসেও উদ্ধার করতে পারেনি।

উল্লেখ্য, গত ৩ নভেম্বর দিনগত গভীর রাতের যে কোন সময় কে বা কারা পৌরসভা কার্যালয় সংলগ্ন দীপ্তি মোবাইল কর্নার নামের দোকানের উপরে উঠে প্রথমে টিন, পরে কাঠের তক্তা ও শেষে পাইউড কেটে দোকানের মধ্যে প্রবেশ করে ক্যাশ বাক্স ভেঙ্গে নগদ সাড়ে ৭০ হাজার টাকাসহ প্রায় সাড়ে ৫-৬ লাখ টাকার মোবাইল সেট চুরি করে নিয়ে যায়।

এ ঘটনায় দোকানের স্বত্তাধিকারী দিলীপ কুমার মন্ডল বাদী হয়ে থানায় অজ্ঞাতদের আসামী করে ৪ নভেম্বর মামলা দায়ের করেন। এ ঘটনায় জড়িত সন্দেহে পুলিশ গত ১২ নভেম্বর সন্ধ্যায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মোড় থেকে পৌরসভার ৫নং ওয়ার্ডস্থ সরল গ্রামের আবাসন প্রকল্পের বাসিন্দা দুলাল দাশের পুত্র গোবিন্দ দাশ (২২), একই এলাকার সবুজ মিস্ত্রীর পুত্র মোঃ ফিরোজ মিস্ত্রী (২০) ও ভিলেজ পাইকগাছা গ্রামের আঃ করিম সানার পুত্র রাশেদুজ্জামান বাবু (২২) কে আটক করে রিমান্ডের আবেদনসহ আদালতে প্রেরন করে। তবে আদালত শুনানী শেষে রিমান্ড আবেদন নামঞ্জুর করেন বলে জানা গেছে।