Thursday, December 12, 2013

সূচিত হল স্বাধীন বাংলার এক নতুন অধ্যায়

আমরা পেরেছি বাঙালি জাতির ললাট থেকে কলঙ্কের একটি কালি মুছে দিতে। হ্যা, আমরা পেরেছি। আমার এই উল্লাস কোনো তথাকথিত জামায়াতের আমির কাদের মোল্লার ফাঁসির জন্য নয়। এই উল্লাস একজন যুদ্ধাপরাধী পৈশাচিক ব্রত্তের অধিকারী পিশাচের রুদ্ধশ্বাসে স্বাধীন বাংলার কোটি কোটি মানুষের চাঁপা ক্রন্দন অবমুক্ত করার উল্লাস।

আমার উল্লাস একজন শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্য হিসাবে আমার পরিবারের মত লক্ষ লক্ষ পরিবারের মুক্তির নিঃশ্বাসের উল্লাস। আজ হয়তো আমার মুক্তিযোদ্ধা বাবা তাঁর শহীদ পিতার আত্মত্যাগের প্রতিদান পেয়ে একটু শান্তিতে ঘুমাতে পারবে। আজ হয়তো আমার ছোট্ট ছোট্ট চাচা আমার ফুপিদের মতো লক্ষ লক্ষ মানুষ একটু হলেও তাদের অবুঝ ছেলেবেলায় হারানো পিতার স্নেহ খুজে না পাওয়ার দুঃখ ভুলতে পারবে।

মাতৃগর্ভে থাকা আমার ছোট ফুপি সাবিনা ইয়াসমিন মালা, যে কোনদিন বোঝেইনি বাবার স্নেহ কি, তাঁর মতো অনেক অতৃপ্ত প্রান আজ একটু হলেও সান্তনা পাবে। আজ হয়তো একটু হলেও তৃপ্ত হবে বীরাঙ্গনা গুরুদাসীর অতৃপ্ত বাসনা।

আমরা পেরেছি মা, দেরীতে হলেও আমরা প্রমান করেছি বাঙালি অকৃতজ্ঞ নয়। তোমার শহীদ সন্তানদের রক্তের মূল্য, লক্ষ লক্ষ নির্যাতিতা মা-বোনের উজাড় করা আত্মত্যাগের মূল্য দিতে আমরা পেরেছি।

১২/১২/১৩, তোমার বিদায় লগ্নে সূচিত হল স্বাধীন বাংলার এক নতুন অধ্যায়।

লেখাটি আমাদের পাঠিয়েছেন: ফারহানা সুলতানা আইভী