প্রতিদিন ২ লাখ লিটার পানি সরবরাহের লক্ষ্যমাত্রা
পাইকগাছার পৌরবাসীকে সুপেয় পানি পান করালেন পৌর মেয়র সেলিম জাহাঙ্গীর। তিনি সোমবার সকালে পানি সরবরাহ প্রকল্পের প্রাথমিক পর্যায়ের পানি নিয়ে আব্দুল হামিদের ভিআইপি টিস্টলে উপস্থিত পৌরবাসীকে পান করান।
উল্লেখ্য পৌরসভার ৩ নং ওয়ার্ডের সরল দীঘির পাড়ে ১.৫ কোটি টাকা ব্যায়ে বাস্তবায়ন করা হচ্ছে পানি সরবরাহ প্রকল্প। প্রকল্পটি যৌথভাবে বাস্তবায়ন করছে পাইকগাছা পৌরসভা, বগুড়া পল্লী উন্নয়ন একাডেমী ও নবলোক পরিষদ।
প্রকল্পের আওতায় পৌর এলাকার প্রায় ১০ কিলোমিটার পাইপ লাইন স্থাপনের কাজ ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। প্রকল্পের কাজ শতভাগ সম্পন্ন শেষে ১৫০০ পৌরবাসীর মধ্যে প্রতিদিন ২ লাখ লিটার পানি সরবরাহ করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।
প্রকল্পের কাজ প্রায় শেষপর্যায়ে রয়েছে এবং আগামী ১ ফেব্রুয়ারী পানি মেলার আয়োজন করার মধ্যে দিয়ে পানি সরবরাহ প্রকল্পের আনুষ্ঠানিক উদ্ভোধন করা হবে বলে পৌর মেয়র সেলিম জাহাঙ্গীর জানান।