Monday, January 20, 2014

পাইকগাছায় উপজেলা পরিষদ নির্বাচনে প্রচার ও গণসংযোগে সম্ভাব্য প্রার্থীরা

আগামী উপজেলা পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে পাইকগাছায় প্রচার প্রচারণা শুরু করেছেন সম্ভাব্য প্রার্থীরা। এবারের নির্বাচনে সম্ভাব্য প্রার্থীদের মধ্যে রয়েছেন বর্তমান উপজেলা চেয়ারম্যান মোঃ রশীদুজ্জামান, উপজেলা নাগরিক কমিটির সভাপতি মোস্তফা কামাল জাহাঙ্গীর, ভাইস চেয়ারম্যান কৃষ্ণপদ মন্ডল ও শেখ আবুল কালাম আজাদ।

সম্ভাব্য প্রার্থীরা ইতোমধ্যে প্রচার-প্রচারণার অংশহিসাবে আনুষ্ঠানিক গণসংযোগ শুরু করেছেন। সবমিলিয়েই প্রার্থীদের প্রচার-প্রচারণায় সরগরম হয়ে উঠেছে গোটা উপজেলা।

সুত্রমতে, হরিঢালী, কপিলমুনি, লতা, দেলুটি, সোলাদানা, লস্কর, গদাইপুর, রাড়ুলী, চাঁদখালী ও গড়ুইখালীসহ ১০টি ইউনিয়ন ও একটি পৌরসভা নিয়ে গঠিত পাইকগাছা উপজেলা। ইতোমধ্যে নির্বাচন কমিশন দেশের ১০২ টি উপজেলা পরিষদ নির্বাচনের তফসিল ঘোষনা করেছে।

১ম দফার নির্বাচনে এ উপজেলা অর্ন্তভূক্ত না হলেও ইতোমধ্যে আনুষ্ঠানিকভাবে প্রচার-প্রচারণা শুরু করে দিয়েছে সম্ভাব্য প্রার্থীরা। সম্ভাব্য প্রার্থীদের মধ্যে অনেকেই প্রচন্ড শীত উপেক্ষা করে সকাল থেকেই দিনভোর গনসংযোগ করে চলেছেন।

অপরদিকে দশম জাতীয় সংসদ নির্বাচনের উৎসব পুষিয়ে নিতে খুশির আমেজ বিরাজ করছে উৎসব বঞ্চিত প্রায় ২ লাখ ভোটারের মধ্যে।

এবারের নির্বাচনে সম্ভাব্য প্রার্থীদের মধ্যে মোঃ রশীদুজ্জামান ২০০৯ সালের অনুষ্ঠিত নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী এ্যাড. স.ম বাবর আলীকে সামান্য ভোটের ব্যবধানে পরাজিত করে উপজেলা চেয়রম্যান নির্বাচিত হন। এবারের নির্বাচনেও প্রতিদ্বন্দ্বিতা করবেন বলে তিনি জানিয়েছেন।

বিগত নির্বাচনে ২৫ হাজার ভোট পেয়ে পরাজিত হন পাইকাগাছা নাগরিক কমিটির সভাপতি মোস্তফা কামাল জাহাঙ্গীর। ইতোমধ্যে তিনি পৌরসভা, গদাইপুর, হরিঢালী, কপিলমুনিসহ কয়েকটি ইউনিয়নে গনসংযোগ করেছেন বলে জানিয়েছেন।

বিগত নির্বাচনে ভাইস চেয়ারম্যান নির্বাচিত হলেও এবারের নির্বাচনে উপজেলা চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন বলে জানিয়েছেন উপজেলা ভাইস চেয়ারম্যান কৃষ্ণপদ মন্ডল।

নতুন মুখ ও তরুন প্রার্থী হিসাবে ব্যাপক উৎসাব উদ্দীপনার মধ্যে দিয়ে প্রচার প্রচারণা শুরু করেছেন শেখ আবুল কালাম আজাদ।

এছাড়াও গড়ুইখালী ইউনিয়নের সাবেক ইউপি চেয়ারম্যান মোস্তফা কামাল বন্ধনও নির্বাচন করতে পারেন বলে অপর একটি সুত্র জানিয়েছে।

তেমন কোন প্রচার প্রচারণা না করলেও নির্বাচন করতে পারেন বলে জানিয়েছেন সাবেক এমপি ও সাবেক উপজেলা চেয়ারম্যান এ্যাড. স.ম বাবর আলী।