পাইকগাছায় যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে শহীদ দিবস ও আন্তর্জাতিক
মাতৃভাষা দিবস-২০১৪। একুশের প্রথম প্রহরে রাত ১২টা ১ মিনিটে শহীদদের প্রতি
শ্রদ্ধা জানিয়ে পুষ্পার্ঘ অর্পণ করা হয়।
দিবসটি উপলক্ষ্যে একুশের প্রথম প্রহরে শহীদ বেদীতে পুষ্পস্তবক অর্পণ করেন
স্থানীয় এমপি এড. শেখ মোঃ নুরুল হক, উপজেলা চেয়ারম্যান মোঃ রশীদুজ্জামান,
উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ কবির উদ্দীন, মুক্তিযোদ্ধা শেখ শাহাদৎ
হোসেন বাচ্চু সহকারী কমিশনার (ভুমি) মোঃ কামরুল ইসলাম, ওসি এম মসিউর
রহমানসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ।
পরে শুক্রবার সকালে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের পক্ষ থেকে শহীদ বেদীতে পুষ্পমাল্য অর্পণ করা হয়। এরপর উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ কবির উদ্দীনের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় উপস্থিত ছিলেন বিভিন্ন শ্রেণীপেশার মানুষ।
পরে শুক্রবার সকালে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের পক্ষ থেকে শহীদ বেদীতে পুষ্পমাল্য অর্পণ করা হয়। এরপর উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ কবির উদ্দীনের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় উপস্থিত ছিলেন বিভিন্ন শ্রেণীপেশার মানুষ।