Saturday, February 22, 2014

কয়রায় জামায়াত-আ.লীগ সংঘর্ষে নিহত ১

জমি নিয়ে বিরোধের জের ধরে কয়রা উপজেলায় জামায়াত ও আওয়ামী লীগের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষে একজন নিহত ও অর্ধশত আহত হয়েছে। শনিবার সকাল সাড়ে নয়টার দিকে এই সংঘর্ষের ঘটনা ঘটে।

নিহতের নাম জাহাবাদ মোল্লা। তিনি স্থানীয় যুবলীগ কর্মী। সংঘর্ষের ঘটনায় পুলিশ ছয় জামায়াতকর্মীকে গ্রেপ্তার করেছে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, কয়রা উপজেলার জায়গীর মহল গ্রামে আড়াই বিঘা জমি নিয়ে জামায়াত সমর্থক ওয়াসার আলী মোল্লার পরিবারের সঙ্গে ওমর আলী মোল্লা’র পরিবারের দ্বন্দ্ব চলে আসছিল। এর জের ধরে শনিবার সকাল সাড়ে ৯টার দিকে ওয়াসার আলী মোল্লার ছেলে ওসমান, আলী, তৈয়ব ও প্রতিবেশি রাজ্জাক গাজীর নেতৃত্বে অর্ধশত লোক ধারালো অস্ত্র নিয়ে ওমর আলী মোল্লার ছেলে জাহাবাদ মোল্লাকে তাড়া করে।

এসময় জাহাবাদ মোল্লার লোকজন খবর পেয়ে এগিয়ে আসে। কিন্তু এর আগেই ওয়াসার আলী মোল্লা’র সমর্থকরা জাহাবাদকে কুপিয়ে আহত করে। পরে উভয়পক্ষের সমর্থকদের মধ্যে সংঘর্ষ বেধে যায়।

এতে উভয়পক্ষের অর্ধশত নেতাকর্মী আহত হন। আহতদের খুলনাসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়। পুলিশ জানায়, জায়গীর মহল হাসপাতাল থেকে আহতাবস্থায় ছয়জনকে গ্রেপ্তার করা হয়েছে।