Saturday, February 22, 2014

পাইকগাছায় বিনয় মল্লিকের বসতবাড়ি ভষ্মীভূত; এমপি’র সহায়তা কামনা

পাইকগাছায় বিনয় মল্লিক নামের এক ব্যক্তির বসতবাড়ি ভষ্মীভূত হয়ে প্রায় ৪ লাখ টাকার ক্ষতি হয়েছে। ক্ষতিগ্রস্থ বসতবাড়ি পরিদর্শন করেছেন নাগরিক কমিটির সভাপতি মোস্তফা কামাল জাহাঙ্গীর।

জানা গেছে, শুক্রবার বিকালে উপজেলার আধারমানিক গ্রামের মৃত বরদাকান্ত মল্লিকের পুত্র বিনয় মল্লিকের বসতবাড়িতে হঠাৎ করে আগ্নিকান্ডের ঘটনা ঘটে। মুহূর্তের মধ্যে আগুন সমস্ত বসতবাড়িতে ছড়িয়ে পড়ে এবং এ ঘটনায় ঘরের ভিতরে থাকা নগদ অর্থ ও আসবাবপত্র আগুনে পুড়ে প্রায় ৪ লাখ টাকার ক্ষতি হয়।

খবর পেয়ে শনিবার ক্ষতিগ্রস্থ বসতবাড়ি পরিদর্শন করেন নাগরিক কমিটির সভাপতি। এ ব্যাপারে আর্থিক সহায়তা চেয়ে স্থানীয় এমপি এ্যাড. শেখ মোঃ নুরুল হকের হস্তক্ষেপ কামনা করেছেন ক্ষতিগ্রস্থ বিনয় মল্লিক।