Monday, February 10, 2014

অবশেষে ঢাকাগামী পরিবহন সরাসরি পাইকগাছায় চলাচল শুরু করেছে

অবশেষে ঢাকাগামী পরিবহনগুলো সরাসরি ঢাকা-পাইকগাছা চলাচল শুরু করেছে। গত বৃহস্পতিবার ভোরে পরিবহনগুলো সরাসরি পাইকগাছা পৌছে এবং যথারীতি পাইকগাছা কাউন্টার থেকেই ঢাকায় আসা-যাওয়া করছে।

জানা যায়, রাস্তা ভাঙ্গার অযুহাতে ঢাকা-পাইকগাছায় চলাচলরত পরিবহনগুলো বিগত চার মাস যাবৎ পাইকগাছায় না পৌছে তালা পর্যন্ত চলাচল করছিল। খুলনা- পাইকগাছা সড়কের আঠারমাইল থেকে পাইকগাছা পর্যন্ত রাস্তার বেহাল দশার কারণে গত বছরের অক্টোবর মাস থেকে ঢাকাগামী পরিবহনগুলো ঢাকা-তালা চলাচল শুরু করে।

ফলে সীমাহীন দুর্ভোগের মধ্যে পড়েন পাইকগাছা-কয়রার হাজার হাজার যাত্রীরা। ঢাকা থেকে এসে তালায় নেমে পাইকগাছায় আসতে বা পাইকগাছা থেকে তালায় গিয়ে ঢাকার গাড়িতে উঠতে প্রতিদিন হাজার হাজার যাত্রীদের অবর্ণনীয় দুর্ভোগ পোহাতে হয়েছে।

বিষয়টি নিয়ে এতদিন কেউ জোরালোভাবে মুখ না খুললেও যাত্রীসাধারণের এই দুর্ভোগের কথা একাধিকবার প্রকাশিত হয়েছে
Voice of Paikgacha‘য়।