Thursday, March 27, 2014

পাইকগাছায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবসের র‌্যালী ও আলোচনা সভা

পাইকগাছায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষ্যে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির উদ্যোগে বৃহস্পতিবার সকালে এক বর্ণাঢ্য র‌্যালী শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আজিজুল হক জোয়াদ্দারের সভাপতিত্বে “দুর্যোগের নেই দিনক্ষণ, প্রস্তুত থাকব সারাক্ষণ” প্রতিপাদ্য বিষয়ের উপর আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মোঃ কামরুল ইসলাম। 

বিশেষ অতিথি ছিলেন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা এস,এম, রেজাউল করিম, সমবায় কর্মকর্তা এফ.এম. সেলিম আক্তার, মহিলা বিষয়ক কর্মকর্তা মোঃ মনিরুজ্জামান, সহকারী শিক্ষা অফিসার শেখ ফারুক হোসেন।

বক্তব্য রাখেন, সাংবাদিক গাজী সালাম, আব্দুল আজিজ, শিক্ষক সেরিনা আক্তার বানু, শিল্পী পারভীন, আশুতোষ মন্ডল, আলমগীর কবির, দেবাশীষ রায় ও শিক্ষার্থী বর্ষা চক্রবর্তী।