Thursday, March 27, 2014

জাতীয় ভিটামিন 'এ' প্লাস ক্যাম্পেইন উপলক্ষ্যে এডভোকেসি সভা

পাইকগাছায় জাতীয় ভিটামিন 'এ' প্লাস ক্যাম্পেইন উপলক্ষ্যে এডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভবনে উপজেলা স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা ডাঃ মোঃ আবুল ফজলের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মোঃ কামরুল ইসলাম।

বিশেষ অতিথি ছিলেন, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ শুকলাল বৈদ্য, ওসি এম. মসিউর রহমান। বক্তব্য রাখেন, পাইকগাছা প্রেসক্লাবের সভাপতি মোঃ আব্দুল গফুর, সাধারণ সম্পাদক হাফিজুর রহমান রিন্টু ও হাফেজ মাওঃ জালাল উদ্দীন।

সভায় আগামী ৫ এপ্রিল জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনে ৬-১১ মাস এবং ১২-৫৯ মাস বয়সী সকল শিশুকে ভিটামিন এ ক্যাপসুল (১ লাখ আইউ) ও (২ লাখ আইউ) খাওয়ানোর সিদ্ধান্ত গৃহীত হয়।