Friday, March 7, 2014

পাইকগাছা উপজেলা পরিষদ নির্বাচন-২০১৪

বিজয় নিশ্চিত করতে তৎপর ১৯ দলীয় জোট; নিষ্ক্রিয় আ’লীগ


পাইকগাছা উপজেলা পরিষদ নির্বাচনের সপ্তাহ খানেক বাকী থাকলেও এখনও পর্যন্ত ক্ষমতাসীন দল আ’লীগের শীর্ষ নেতাদের মধ্যে কোন তৎপরতা দেখা যায়নি বলে তৃনমুল নেতাকর্মীদের অভিযোগ। অপরদিকে দলীয় মনোনিত প্রার্থীর বিজয় নিশ্চিত করতে ব্যাপক প্রস্তুতি নিয়েছে ১৯ দলীয় জোটের শীর্ষ নেতারা।

১৯ দলীয় জোটের শীর্ষ পর্যায়ের এসব নেতারা ইতোমধ্যে গুরুত্বপূর্ণ এ উপজেলায় একাধিকবার সফর করে দলীয় নেতাকর্মীদের সাথে মতবিনিময়সহ ব্যাপক গনসংযোগ করেছে। আ’লীগের শীর্ষ নেতারা তৎপর না হলে জেলার সদ্যসমাপ্ত ৩ উপজেলার ন্যয় এ উপজেলাতে ক্ষমতাসীন দলের চরম ভরাডুবি ঘটতে পারে বলে অনেকেই আশংকা করছেন।

এদিকে নির্বাচন যতই ঘনিয়ে আসছে জাতীয় নির্বাচনের ন্যয় দলীয় মনোনিত প্রার্থীর বিজয় নিশ্চিত করতে সাংগঠনিক তৎপরতা বৃদ্ধি করছে ১৯ দলীয় জোটের শীর্ষ নেতারা। জোটের এসব শীর্ষ নেতারা একাধিকবার এ উপজেলা সফর করে চাঙ্গা করে তুলেছেন সংগঠনের তৃনমুল নেতাকর্মীদের। পৌর বিএনপি’র সাধারণ সম্পাদক এটিএম মনিরুজ্জামান মনি বলেন, শীর্ষ নেতাদের সফরের পর দলীয় মনোনিত প্রার্থীর বিজয় নিশ্চিত করতে দ্বিধাবিভক্ত সংগঠনের নেতাকর্মীরা ঐক্যবদ্ধ হয়ে কাজ করছে।

এ ব্যাপারে জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক এ্যাড. শফিকুল আলম মনা বলেন, উপজেলা স্থানীয় সরকার নির্বাচন হলেও সরকার ৫ জানুয়ারী ভোটারবিহিন নির্বাচন করায় উপজেলা নির্বাচনকে ১৯ দলীয় জোট চ্যালেঞ্জ হিসাবে নিয়েছে। এরই ধারাবাহিকতায় জোটের মনোনিত প্রার্থীর বিজয় নিশ্চিত করতে নির্বাচন সংশ্লিষ্ট উপজেলা গুলো সফর করা হচ্ছে।

নির্বাচনের সময় প্রায় শেষদিকে হলেও ক্ষমতাসীন দলের শীর্ষ পর্যায়ের নেতাদের মধ্যে কোন তৎপরতা দেখা যাচ্ছে না বলে অভিযোগ করেছেন সংগঠনের তৃনমুল নেতাকর্মীরা। সদ্য সমাপ্ত জেলার ৩ উপজেলায় ক্ষমতাসীন দলের চরম ভরাডুবি ঘটলেও দলের অনেক শীর্ষ নেতাদের এখনও কানে পানি ঢোকেনি বলে অভিযোগ করেন আ’লীগ নেতা স্নেহেন্দু বিকাশ। শেষ মুহুর্তে হলেও দলের শীর্ষ নেতারা তৎপর হলে সম্ভাবনাময় এ উপজেলায় দলীয় মনোনিত প্রার্থীর বিজয় সম্ভব বলে তিনি জানান।

এ ব্যাপারে জেলা আ’লীগের সভাপতি শেখ হারুন-অর-রশীদ জানান, আ’লীগের অবস্থা সাংগঠনিকভাবে অনেক ভাল। এক্ষেত্রে আমাদের প্রার্থী জয়লাভ করবে। তারপরও দলীয় মনোনিত প্রার্থীর বিজয় নীশ্চিত করতে গুরুত্বপূর্ণ এ উপজেলায় দ্রুত সফর করা হবে বলে।