Friday, March 7, 2014

পাইকগাছায় চেয়ারম্যান প্রার্থীকে ৫ হাজার টাকা জরিমানা

পাইকগাছায় আচরণবিধি লংঘনের অভিযোগে সিপিবি মনোনিত উপজেলা চেয়ারম্যান প্রার্থী কৃষ্ণপদ মন্ডলকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বুধবার বিকালে উপজেলা নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মোঃ কামরুল ইসলাম এ জরিমানা ধার্য্য করেন।

সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, নির্বাচন আচরণবিধি পর্যবেক্ষণের উপর উপজেলা নির্বাহী ম্যাজিষ্ট্রেট অভিযান পরিচালনা করার সময় পৌর সদরে পরিবহন কাউন্টার সংলগ্ন টী স্টলে চেয়ারম্যান প্রার্থী কৃষ্ণপদ মন্ডলের কাপ পিরিচ প্রতীকের পোস্টার দেওয়ালে লাগানো পায়।

এ সময় নির্বাহী ম্যাজিষ্ট্রেট ভ্রাম্যমান আদালতের মাধ্যমে নির্বাচন বিধিমালা ভঙ্গের অভিযোগে সংশ্লিষ্ট চেয়ারম্যান প্রার্থীকে ৫ হাজার টাকা জরিমানা করেন।