Tuesday, March 4, 2014

পাকিস্তানকে ৪৩ রানে হারাল বাংলাদেশের মেয়েরা

মিরপুরের উইকেটে মুশফিকরা যখন পাকিস্তানের পুরুষ ক্রিকেট দলের বিপক্ষে মারকুটে ব্যাটিং করছে, তখন কক্সবাজারে অভিষেক ঘটা শেখ কামাল ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ প্রমীলা ক্রিকেট দলও পিছিয়ে নেই। তারা হারিয়ে দিয়েছে পাকিস্তান প্রমীলা ক্রিকেট দলকে।

টস হেরে সালমারা ব্যাটিং পেয়ে সংগ্রহ করে ৪৯.৩ ওভারে ১৫২। আর পাকিস্তান প্রমীলারা অলআউট  ৪৪.১ ওভারে ১০৯ রানে।  ৪৩ রানের জয় পেয়েছে সালমারা। এটি পাকিস্তানের প্রমীলা ক্রিকেট দলের বিপক্ষে প্রথম বিজয়। লতা চারটি আর জাহারা তিনটি উইকেট শিকার করে পাক প্রমীলা দলের ব্যাটিং লাইনে ধস নামান।

টি-২০ বিশ্বকাপের আগে বিসিবি চেয়েছে বাংলাদেশ প্রমীলা ক্রিকেট দল কয়েকটি ম্যাচ খেলার সুযোগ পাক। সে লক্ষ্যে পাকিস্তান আর ভারতের প্রমীলা ক্রিকেট দলকে আমন্ত্রণ জানায় বিসিবি। তাতে সাড়া দেয় দুই দেশ। পাকিস্তান দুই ওয়ানডে আর দুই টি-২০ ম্যাচ খেলবে। এবং ভারত তিনটি টি-২০ খেলবে বিশ্বকাপের আগে।

মঙ্গলবার ছিল সিরিজের প্রথম ওয়ানডে। টস হেরে ব্যাট করতে নেমে টপ অর্ডারের ব্যর্থতায় ৩৩ রানেই ৪ উইকেট হারায় বাংলাদেশ প্রমীলা দল। এনমকি অধিনায়ক সালমা খাতুন ৬ রানে সাজঘরে ফেরত গেলে বেশ চাপে পড়ে দল। টপ অর্ডারে  আয়শা ৪, শারমিন১, ফরজানা ১০  রানে আউটের পর সালমাও ফিরে যান। কিন্তু মিডল অর্ডারে রুমানার ৪৪, শায়লার ২২ রানের সঙ্গে শেষ দিকে তাসনিয়ার ২৬ রানে বাংলাদেশের সংগ্রহ দাঁড়ায় ১৫২।

১৫৩ রানের জবাবে পাক প্রমলা দলের ওপেনার নাহিদা দলীয়  ৩ রানেই ফেরত যান। আর দলের ৮ রানে ফেরেন ওয়ান ডাউনে নামা সাইদা। দলীয় ২৭ রানে বিশমা আর ৩২ রানে সানা। এর পরপর কানিতাকে ফেরত পাঠালে পাকিস্তানের স্কোর দাঁড়ায় ৯.৫ ওভারে ৫ উইকেট ৩২! সব কটি উইকেটই পকেটে জমা করেন লতা মন্ডল। দলীয় ৫০ রানে জাবিরা আর ৫১ রানে নাদিয়া আউট হন। ৬৩ রানে বাতুল ফেরত গেলে নবম জুটিতে ২৩.১ ওভার থেকে ক্রিজে টিকে থাকার চেষ্টা করে।

তাতেও রক্ষা হয়নি। আশমাবিয়া ইকবাল আর সুমাইয়া সিদ্দিকীর ৩৮ রানের জুটি ভাঙে সুমাইয়াকে ৫ রানে জাহারারা আলম ফেরত পাঠালে। পরে ৪০ রান করা আশমাবিয়াকে ক্যাচ বানান সালমা খাতুন। ১০৯ রানে অলআউট পাক প্রমীলা ক্রিকেট দল।