Thursday, April 24, 2014

পাইকগাছায় ইন্টারনেটের শম্ভুক গতি; বিপাকে ডিগ্রী ভর্তিচ্ছু শিক্ষার্থীরা

পাইকগাছায় গত এক মাস যাবৎ হ্রাস পেয়েছে ইন্টারনেটের গতি। আর এই শম্ভুক গতির কারণে ওয়েবে প্রবেশ করতে গিয়ে হিমশিম খেতে হচ্ছে ইন্টারনেট ব্যবহারকারীদের। কয়েক ঘন্টা অপক্ষা করার পর দেখা মিলছে কাঙ্খিত ওয়েব পেজের। সবচেয়ে বিপাকে পড়েছেন চলতি ডিগ্রী (পাস) কোর্সের ভর্তিচ্ছু শিক্ষার্থীরা। 

বিষয়টি গ্রামীনফোন কর্তৃপক্ষকে অবহিত করা হলেও এখনও পর্যন্ত ইন্টারনেট ব্যবস্থা স্বাভাবিক হয়নি বলে ভূক্তভোগী ব্যবহারকারীরা জানিয়েছেন। জানা গেছে, চলতি মাসের শুরু থেকেই মারাত্মকভাবে হ্রাস পেয়েছে ইন্টারনেটের গতি।

সূত্রমতে, সংশ্লিষ্ট উপজেলায় অধিকাংশ ইন্টারনেট ব্যবহারকারীই গ্রামীন ফোনের মডেম ব্যবহার করেন। অনেক ব্যবহারকারী ব্যঙ্গ করে গ্রামীন ফোনের ইন্টারনেট স্পীডকে ''গরুর গাড়ী''র সাথে তুলনা করেছেন।

ইমন কম্পিউটারের হারুন ইমন জানান সিটিসেল, গ্রামীনফোন’সহ কয়েকটি কোম্পানীর ইন্টারনেট গতি গত একমাস যাবৎ হ্রাস পেয়েছে। ফলে যেকোন ওয়েব পেজে প্রবেশ করতে অপক্ষা করতে হয় অনেক সময়। ফলে স্বাভাবিকভাবেই অন্যান্য কাজকার্ম মারাত্মকভাবে ব্যহত হচ্ছে।

চলতি ২০১৩-১৪ শিাবর্ষে ডিগ্রী (পাস) কোর্সের শিক্ষার্থী রানিমা খাতুন জানান, প্রথমবারের মত অনলাইনে ভর্তি ফরম পূরন করতে এসে গত কয়েকদিন যাবৎ ফিরে যেতে হচ্ছে। ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করার পরও ভর্তি ফরম পূরণ করা যাচ্ছে না বলে ভর্তিচ্ছু এ শিক্ষার্থী জানান। অর্নাস ২য় রিলিজ স্লিপে ভর্তিচ্ছু শিক্ষার্থী নিলেন্দু কুমার মন্ডল একই অভিযোগ করেন।

অ্যাকটিভ কম্পিউটারের সুব্রত সানা জানান, গ্রামীনফোন কর্তৃপক্ষকে এই অভিযোগের ব্যাপারে একাধিকবার অবহিত করার পর সম্প্রতি সংশ্লিষ্ট কোম্পানীর সল্যুশন ম্যানেজার সংশ্লিষ্ট এলাকা পরিদর্শন করে গেলেও নেটওয়ার্ক ব্যবস্থা এখনও স্বাভাবিক হয়নি।

গত একমাসে ইন্টারনেট গতি হ্রাস পাওয়ায় চরম ভোগান্তীতে রয়েছেন বলে পাইকগাছা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মিহির বরণ মন্ডল জানান। এছাড়া দৈনন্দিন খবরাখবর পাঠানোর ক্ষেত্রে দিনভর অপক্ষা করতে হয় বলে সাংবাদিক আব্দুল আজিজ জানান।