Thursday, April 24, 2014

এই গরমেও ঠোঁট ফাটছে !

এই গরমেও ঠোঁট ফাটছে খেয়াল করেছেন কি ? এই তাপমাত্রায়ও তেমনটা কেউ ঘামছে না লক্ষ্য করেছেন ? এমনটা কি এর আগে কখনো বাংলাদেশে দেখেছেন ? রহস্যটা বাতাসের আর্দ্রতায়।

আজকে পাইকগাছার তাপমাত্রা ৪৩ ডিগ্রি সেলসিয়াস (অনুভূত তাপমাত্রা ৪৪ ডিগ্রি সেলসিয়াস), আর্দ্রতা ২৬। এইটা একটা রেকর্ড ! এই রেকর্ডে খুশি হওয়ার কিছু নেই তবে গভীর চিন্তার বিষয় আছে।

আমরা এখন পাইকগাছায় যে উষ্ণতা অনুভব করছি ঠিক তেমনই সৌদি আরবের লোকেরাও অনুভব করছে, অন্তত হিসেব তাই বলে, সৌদির তাপমাত্রা ৪২ ডিগ্রি সেলসিয়াস, আর্দ্রতা ২৬। এমনটা হওয়ার কথা ছিলো না, এমনটা কখনও হয়নি।

যে বিষক্রিয়া ধীরে ঘটে তাকে মানুষ পাত্তা দেয়না, সেই ক্লাশ সিক্স থেকে পড়ে আসছি কিন্তু পাত্তা দেই নাই সেই বৈশ্বিক উষ্ণতা আর মরুকরণের কথা, উপরোক্ত তাপমাত্রার রেকর্ড সেটার প্রমাণ। প্রকৃতির সাথে মানুষ যে অন্যায় করে চলেছে এ তার ধীর প্রতিশোধ, প্রকৃতি হয়তো কিছু খুলে বলছে না তবে এই তাপমাত্রা তার ভীষণ অভিমানের প্রমাণ।

সব ফেলে এখন প্রকৃতির দিকে খেয়াল করার সময় হয়েছে, অভিমান জমে রাগ হওয়ার আগেই যদি মেটানো যায় সেই ক্ষোভ, জাতিসংঘের মতো গড়ে উঠুক 'জলবায়ু সংঘ', প্রকৃতির অভিমান ভাঙ্গানো এখন সময়ের দাবি, অন্তত ভবিষ্যত প্রজন্মের কথা ভেবে পদক্ষেপ নেয়া উচিত, এখনই....