Sunday, August 31, 2014

পাইকগাছায় এমপি নুরুল হকের গাছের চারা ও মাছের পোনা বিতরণ

খুলনা-৬ (পাইকগাছা-কয়রা)’র এমপি এ্যাডঃ শেখ মোঃ নুরুল হক বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠান, ছাত্র-ছাত্রী ও প্রাতিষ্ঠানিক জলাশয়ে গাছের চারা ও মাছের পোনা বিতরণ করেছেন। তিনি রোববার সকালে উপজেলা মৎস্য অধিদপ্তর ও সামাজিক বনবিভাগ আয়োজিত পৃথক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে গাছের চারা ও মাছের পোনা বিতরণ করেন। 

উপজেলা পরিষদ চত্ত্বরে উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ কবির উদ্দীনের সভাপতিত্বে অনুষ্ঠিত পৃথক বিতরণ অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন, খুলনার নার্সারী উন্নয়ন কেন্দ্রের ফরেস্ট রেঞ্জার শেখ শহিদুল ইসলাম।

বক্তব্য রাখেন, উপজেলা ভাইস চেয়ারম্যান মাওঃ শেখ কামাল হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান শাহানারা খাতুন, সহকারী কমিশনার (ভূমি) মোঃ কামরুল ইসলাম, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা এস,এম,এ রাসেল, উপজেলা কৃষি অফিসার বিভাস চন্দ্র সাহা, উপজেলা সমাজসেবা কর্মকর্তা দেবাশীষ সরদার, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ রেজাউল করিম, উপজেলা বণ কর্মকর্তা প্রেমানন্দ রায়, ভারপ্রাপ্ত অধ্যক্ষ মিহির বরণ মন্ডল, সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ রমেন্দ্রনাথ সরকার, প্রধান শিক্ষক অপু মন্ডল, সহকারী মৎস্য কর্মকর্তা এস,এম, শহীদুল্লাহ, শিক্ষক অজিত কুমার ও শেখ মনিরুল ইসলাম।

অনুষ্ঠানে মৎস্য অধিদপ্তরের উদ্যোগে বিভিন্ন প্রাতিষ্ঠানিক জলাশয়ে ৪৫০ কেজি রুই জাতীয় মাছের পোনা ও সামাজিক বনবিভাগের উদ্যোগে ব্যক্তি, প্রতিষ্ঠান ও ছাত্র-ছাত্রীদের মাঝে ১৫ হাজার ফলজ, বনজ, ভেজস ও ৪০০ নারিকেলের চারা বিতরণ করা হয়।