Friday, August 29, 2014

গড়ইখালী আয়ূব ও মূসা মেমোরিয়াল ডিগ্রী কলেজে কর্মচারী নিয়োগে অনিয়ম

পাইকগাছার গড়ইখালী শহীদ আয়ুব ও মূসা মেমোরিয়াল ডিগ্রী কলেজে কর্মচারী নিয়োগে অনিয়মের অভিযোগ উঠেছে।

অভিযোগে জানা গেছে, উপজেলার শহীদ ও মূসা মোমোরিয়াল ডিগ্রী কলেজে একজন এমএলএসএস একজন আয়া এবং একজন লাইব্রেরিয়ান নিয়োগ দেওয়া হয়েছে। এর জন্য ১৯ আগস্ট খুলনায় আহসান উল্লাহ কলেজে নিয়োগ পরীক্ষা সম্পন্ন হয়।

এখানে মেধার গুরুত্ব না দিয়ে অর্থবানিজ্য ও আত্মীয়করণের মধ্য দিয়ে নিয়োগ দেওয়া হয়েছে বলে অভিযোগ উঠেছে। লাইব্রেরিয়ান পদে নূর ইসলাম, এম,এল,এস,এস তসলিম আহম্মেদ ও আয়া পারভীন আক্তারকে অর্থের বিনিময়ে নিয়োগ দেওয়া হয়েছে বলে অভিযোগ রয়েছে।

কলেজের নিয়োগের বিষয়টি তদন্ত পুর্বক ব্যবস্থা গ্রহনের জন্য কর্তৃপক্ষের নিকট এলাকাবাসী দাবী জানিয়েছেন।