Friday, September 19, 2014

পাইকগাছা আইনজীবি সমিতির শোক সভা

খুলনা জেলা আইনজীবি সমিতির সদস্য ও পাইকগাছা আইনজীবি সমিতির সহযোগী সদস্য এস এম সাকাম আলী’র মৃত্যুতে বৃহস্পতিবার দুপুরে পাইকগাছা আইনজীবি সমিতি মিলনায়তনে এক শোক সভা অনুষ্ঠিত হয়েছে।

সমিতির সভাপতি এ্যাড. জি এম আঃ সাত্তারের সভাপতিত্বে এবং সাধারন সম্পাদক এ্যাড. জি এম আককাছ আলির পরিচালনায় শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে মরহুমের কর্মময় জীবনের উপর আলোচনায় অংশ গ্রহন করেন এ্যাড. গাজী আব্দুস সবুর, এ্যাড. মোঃ মহীউদ্দীন, এ্যাড. শেখ লোকমান হোসেন, এ্যাড. জি এম আঃ হামিদ, এ্যাড. বিলাস চন্দ্র রায়, এ্যাড. কিশোরী মোহন মন্ডল, এ্যাড. সমীর কুমার বিশ্বাস, এ্যাড. বিপ্লব কান্তি মন্ডল, এ্যাড. পংকজ কুমার ধর, এ্যাড. মোজাফফর হাসান, এ্যাড. এম মাফতুন আহমেদ, এ্যাড. মোঃ আঃ মজিদ গাজী, এ্যাড. মোঃ শফিকুল ইসলাম, এ্যাড. মোঃ আবুল হোসেন জোয়াদ্দার, এ্যাড. জি এম আমজাদ হোসেন, এ্যাড. সুকান্ত কুমার রায়, এ্যাড. সুকুমার চন্দ্র দেবনাথ, এ্যাড. মোঃ সফিকুল ইসলাম, এ্যাড. মোঃ আব্দুল্লাহ আল মামুন, এ্যাড. মোঃ আব্দুর রাজ্জাক।