পাইকগাছা থানা পুলিশ শনিবার বিকালে অভিযান চালিয়ে উপজেলার রাড়ুলী গ্রামের
মৃত মিরাজ আলী সরদার’এর পুত্র জামায়াত নেতা মোঃ নুরুল ইসলাম (৪৪) কে আটক
করে। আটক জামায়াত নেতাকে বিস্ফোরক আইনে দায়ের করা ৩৪ (১০) ১৩ নং
মামলায় গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে বলে পাইকগাছা থানার ওসি সিকদার
আককাস আলী জানান।