কয়রা উপজেলার মহারাজপুর ইউনিয়নের ৯নং ওয়ার্ডের ইউপি সদস্য উপ নির্বাচনে
রাকিবুল ইসলাম পলাশ ৫৩২ ভোট পেয়ে বেসরকারী ভাবে নির্বাচিত হয়েছেন। তার
নিকটতম প্রতিদ্বন্দী প্রার্থী ফয়জুল করিম খোকন পেয়েছেন ৪৩৫ ভোট।
জানা গেছে, গত ২১ সেপ্টেম্বর সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত
বিরতিহীনভাবে এ ভোট গ্রহন চলে। কেন্দ্রের প্রিজাইডিং অফিসার ও উপজেলা
সহকারী শিক্ষা অফিসার বিদ্যুৎ রঞ্জন সাহা জানান, মাদারবাড়ীয়া সরকারী
প্রাথমিক বিদ্যালয় এ ভোট কেন্দ্রে প্রতিকুলতা বৈরী আবহাওয়া থাকা সত্বেও
২০৭৭ জন ভোটারের মধ্যে ১৪০৩ জন ভোটার তাদের ভোটাধীকার প্রয়োগ করেন।
নির্বাচনে আইন শৃংখলা বাহিনীর নিরাপত্তা বলয় ছিল চোখে পড়ার মত।
উপজেলা নির্বাহী অফিসার মোঃ শামীম হাসান কেন্দ্র পরিদর্শন শেষে সাংবাদিকদের জানান, অবাধ নিরপেক্ষ ভোট অনুষ্ঠিত হয়েছে।
উল্লেখ্য, উক্ত ওয়ার্ডের ইউপি সদস্য এস এম গোলাম রসুল সরকারি চাকুরীতে যোগদান করায় তার পদত্যাগের ভিত্তিতে এই পদটি শুণ্য হয়। যার প্রেক্ষিতে উপ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা নির্বাহী অফিসার মোঃ শামীম হাসান কেন্দ্র পরিদর্শন শেষে সাংবাদিকদের জানান, অবাধ নিরপেক্ষ ভোট অনুষ্ঠিত হয়েছে।
উল্লেখ্য, উক্ত ওয়ার্ডের ইউপি সদস্য এস এম গোলাম রসুল সরকারি চাকুরীতে যোগদান করায় তার পদত্যাগের ভিত্তিতে এই পদটি শুণ্য হয়। যার প্রেক্ষিতে উপ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।