Wednesday, September 17, 2014

পাইকগাছায় রাড়ুলীর বাঁকা ব্রীজের উপর যানজট নিরসন হবে কি?

পাইকগাছায় রাড়ুলীর বাঁকা ব্রীজের উপর যানজট লেগেই থাকে। দুর-দূরান্ত থেকে ব্যবসায়ীরা, পথচারীরা, স্কুল পড়ুয়া ছাত্র-ছাত্রীরা উক্ত ব্রীজ পার হতে প্রতিনিয়ত পড়ে থাকেন যানজটে। কারণ হিসাবে জানা যায়, প্রতিদিন শত শত ভ্যান, নছিমন প্যাসেঞ্জারদের অপেক্ষায় ঐ ব্রীজের উপরে দাড়িয়ে থাকা এ যানজটের মূল কারণ।

ভুক্তভোগীরা জানান, রাড়ুলী ইউনিয়ন পরিষদ ও দরগাহপুর ইউনিয়ন পরিষদ রাড়ুলী পুলিশ ক্যাম্পের সাহায্যে ঐ অপেক্ষমান ভ্যান-নছিমন সরিয়ে দেওয়ার ব্যবস্থা নিলে ভোগান্তি কমবে, নিরসন হবে যানজট। কিন্তু দুই ইউপির স্থানীয় প্রশাসন এক না হওয়ায় বন্ধ হচ্ছে না যানজট, কমছে না ভোগান্তি।

এলাকার সচেতন মহল স্থানীয় ইউপি পরিষদ’সহ সরকারের উর্দ্ধতন কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করেছেন।