জামায়াত-বিএনপির ৪ নেতাকর্মী আটক; ২ জনকে আদালতে সোপর্দ
পাইকগাছায় হরতালে নাশকতার আশঙ্কায় জামায়াত-বিএনপির ৪ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। আটককৃতদের মধ্যে দু’জনকে আদালতে পাঠানো হয়েছে। অপর দু’জনকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে ছেড়ে দিয়েছে বলে থানা পুলিশ জানিয়েছে।
জানা গেছে, ২০ দলের ডাকা হরতালে নাশকতার আশঙ্কায় সোমবার ভোরে থানার এস.আই জালালউদ্দীন ও এস.আই বিশ্বজিৎ অধিকারী সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে উপজেলার রাড়ুলী ইউনিয়নের বাঁকা ভবানীপুর গ্রামের মৃত নুর বক্স সানার পুত্র জামায়াতনেতা বজলুর রহমান (৫৪) ও বাঁকা ঘোষপাড়া গ্রামের মৃত ছমির মোড়লের পুত্র শহিদুল মোড়ল (৩৫), দুপুরে আদালত সংলগ্ন এলাকা থেকে শ্রীকন্ঠপুর গ্রামের মৃত মিনাজ গাজীর পুত্র জামায়াতনেতা মোঃ ইসহাক আলী গাজী (৭৮) এবং পরিবহন চত্ত্বর এলাকা থেকে লতা ইউনিয়ন কৃষকদলের সাবেক যুগ্ম আহবায়ক বাহিরবুনিয়া গ্রামের আমিনুল ইসলাম বাহার (৪৪) কে আটক করেন।
এ ব্যাপারে ওসি সিকদার আককাস আলী জানান, আটককৃতদের মধ্যে ইসহাক গাজী এবং আমিনুল ইসলাম বাহারকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে ছেড়ে দেয়া হয় ও জামায়াত নেতা বজলু ও শহিদুলকে বিস্ফোরক আইনে দায়ের করা ৩৪ (১০) ১৩ নং মামলায় আদালতে পাঠানো হয়েছে।