Saturday, September 27, 2014

পাইকগাছার সাংবাদিক তৃপ্তি জেলার শ্রেষ্ট সভাপতি নির্বাচিত

পাইকগাছা প্রেস ক্লাবের যুগ্ম সম্পাদক সাংবাদিক তৃপ্তি রঞ্জন সেন সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির জেলা পর্যায়ে শ্রেষ্ঠ সভাপতি নির্বাচিত হয়েছেন। তিনি উপজেলার গোপালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি।

গত ২৫ সেপ্টম্বর জেলা প্রশাসক আনিস মাহমুদ এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় তৃপ্তি রঞ্জন সেন এসএমসি’র জেলার শ্রেষ্ঠ সভাপতি নির্বাচিত হয়েছেন বলে জানিয়েছেন কমিটির সদস্য সচিব ও জেলা শিক্ষা অফিসার অশোক কুমার সমাদ্দার। এর আগে তিনি উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ সভাপতি নির্বাচিত হন।