Tuesday, September 16, 2014

পাইকগাছায় সড়ক দুর্ঘটনায় ১ জনের মর্মান্তিক মৃত্যু, আহত ১

সড়ক দুর্ঘটনায় বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের খুলনা দক্ষিণ জেলা অর্থ সম্পাদক মোঃ সাইফুদ্দিন সিদ্দিকী (২৩) নিহত হয়েছেন। এ সময় জেলা সভাপতি এম আইয়ুব আলী গুরুতর আহত হয়েছেন। তাকে স্থানীয় ক্লিনিকে ভর্তি করা হয়েছে। মঙ্গলবার বিকালে পাইকগাছা উপজেলার লক্ষীখোলা কলেজিয়েট স্কুল মোড়ে এ দুর্ঘটনাটি ঘটে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, মঙ্গলবার বিকেল সাড়ে ৫টার দিকে কয়রা উপজেলা সদরে প্রোগ্রাম শেষ করে মোটর সাইকেলযোগে খুলনা দক্ষিণ জেলা ছাত্রশিবির সভাপতি এম আইয়ুব আলী ও অর্থ সম্পাদক সাইফুদ্দিন সিদ্দিকী পাইকগাছা উপজেলা সদরে আসছিলেন। পথিমধ্যে পাইকগাছা উপজেলার লক্ষীখোলা কলেজিয়েট স্কুল মোড়ে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি বাঁশের ভ্যান মোটর সাইকেলে ধাক্কা দেয়। এ সময় মোটর সাইকেল চালক সাইফুদ্দিনের বুকে একটি বাঁশ ঢুকে যায়।

এতে ঘটনাস্থলেই সাইফুদ্দিন নিহত হয়। তাকে উদ্ধার করে পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। আর মোটর সাইকেল আরোহী আইয়ুব আলী মারাত্মক আহত হয়। তাকে উদ্ধার করে স্থানীয় ক্লিনিকে ভর্তি করা হয়েছে। কর্তব্যরত চিকিৎসক জানান, তার অবস্থা আশংকামুক্ত।

সড়ক দুর্ঘটনায় নিহত মোঃ সাইফুদ্দিন সিদ্দিকী কয়রা উপজেলার উত্তর মদিনাবাদ গ্রামের শামসুর রহমান সানার ছেলে। তিনি দুই ভাই ও তিন বোনের মধ্যে সকলের বড়। সাইফুদ্দিন ২০০৯ সালে কয়রা মদিনাবাদ দাখিল মাদরাসা থেকে দাখিল, ২০১১ সালে নাকসা আলিম মাদরাসা থেকে আলিম পাশ করেছেন। তিনি খুলনার নেছারিয়া কামিল মাদরাসায় ফাযিল ৩য় বর্ষ এবং সরকারি বি.এল বিশ্ববিদ্যালয় কলেজে রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রথম বর্ষের ছাত্র।