Wednesday, April 8, 2015

পাইকগাছার রবিউল মোড়ল সবজি ও ফলদ বৃক্ষের চারা ফেরি করে সাবলম্বী

পাইকগাছায় ফেরি করে বিভিন্ন উচ্চ ফলনশীল সবজির চারা ও ফলদ বৃক্ষের চারা বিক্রি করে রবিউল মোড়ল সাবলম্বী হয়েছেন। বিভিন্ন উচ্চ ফলনশীল জাতের শাক সবজি ও ফলদ বৃক্ষের চারার ভ্রাম্যমান বিক্রেতা কৃষক রবিউল মোড়ল পাইকগাছা উপজেলার সুপরিচিত মুখ। 

রবিউল মোড়ল পাইকগাছা উপজেলার গদাইপুর গ্রামের নিজ বাড়ীতে বিভিন্ন উচ্চ ফলনশীল সাক সবজি যেমন, পেঁপে, কাঁচা ঝাল, লাউ, মিষ্টি কুমড়া সহ বিভিন্ন মৌসুমে সবজি বীজ ফেলে চারা উৎপাদন করেন।

তাছাড়া কলা গাছ সহ বিভিন্ন ফলদ বৃক্ষের চারা উৎপাদন করে উপজেলার বিভিন্ন হাটে বাজারে ফেরি করে বিক্রি করেন। 

উপজেলায় কোন ব্যক্তির প্রয়োজনীয় চারার প্রয়োজন হলে রবিউল মোড়লকে সংবাদ দিলে সে চারা নিয়ে ক্রেতার বাড়ীতে গিয়ে রোপন করে দেন। 

ভ্রাম্যমানভাবে চারা বিক্রি করে রবিউল মোড়ল তার সংসারে সুখের ছায়ায় রয়েছে। তার ১ ছেলে খুলনা বি,এল কলেজে অনার্স পড়ছে এবং ১ মেয়েকে বিবাহ দিয়েছে। রবিউল মোড়ল ফেরি করে চারা বিক্রি করে নিজে সাবলম্বী হয়েছে এবং সংসারে সুখ ফিরে এসেছে।