Monday, May 27, 2013

পৌর-প্রতিরক্ষা বাঁধ উপচে বাজার ও আশপাশ এলাকা প্লাবিত

পুর্ণিমার অস্বাভাবিক জোয়ারে পাইকগাছার পৌর-প্রতিরক্ষা বাঁধ উপচে বাজার ও তার আশপাশ এলাকা প্লাবিত হয়েছে। উৎকন্ঠায় পড়েছে পৌরসভা বাজারের ব্যবসায়ীমহল সহ স্থানীয় বাসিন্দারা। আগামী দু’একদিন পানি আরো বৃদ্ধি পেতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। 

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, রবিবার দুপুরে পুর্ণিমার জোয়ারে নদীর পানি অস্বাভাবিক বৃদ্ধি পেয়ে তা পৌর-প্রতিরক্ষা বাঁধ উপচে কাঁচা বাজার, কাঁকড়া মার্কেট, চাউলের পট্রি সহ একাধিক অলি গলি, এমনকি বাজারের উপর দিয়ে বয়ে যাওয়া মেইন সড়কেও হাঁটু পরিমান পানি জমে। এ সময় ব্যাবসায়ীরা আতঙ্কিত হয়ে পড়ে। ভোগান্তি বাড়ে ব্যবসায়ী ও ক্রেতা সাধারনের। বেলা ২ টার পর থেকে পানি সরতে শুরু করে। অভিজ্ঞ জনেরা জানিয়েছেন সৃষ্টি নিম্ন চাপের কারনে এবং নদ নদী ভরাট হয়ে যাওয়ার কারনে অস্বভাবিক পানি বৃদ্ধি পেয়েছে। এমনকি আগামী দু’একদিন এ পানি আরো বৃদ্ধি পাবে বলে তারা ধারনা করছেন।

স্থানীয়রা এবং বাজার ব্যবসায়ীরা অতি দ্রুত পৌর শহর প্রতিরা বাঁধ সম্প্রসারন ও উঁচু করার দাবী জানিয়েছেন সংশ্লিষ্ঠ কর্তৃপরে নিকট। পৌর মেয়র সেলিম জাহাঙ্গীর জানান, পৌর-প্রতিরক্ষা বাঁধ উঁচু ও সম্প্রসারন করার জন্য মন্ত্রণালয়ে জোর চেষ্ঠা করা হচ্ছে। আশা করা যাচ্ছে খুব শীঘ্র এ কাজ করা সম্ভব হবে।