Monday, May 27, 2013

পাইকগাছায় শিশু অধিকার সংরক্ষন ফোরামের মতবিনিময় সভা

মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উপ-সচিব খলিলুর রহমান কাগজী মন্ত্রণালয়ের গৃহিত বিভিন্ন পদক্ষেপ তুলে ধরে বলেন নারী ও শিশু নির্যাতন বন্ধে ও সুরক্ষায় সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে। ইতোমধ্যে সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের অধিনস্থ ঢাকার ৩টিসহ দেশের ৬টি শিশু বিকাশ কেন্দ্র মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের ন্যস্ত করা হয়েছে। কেন্দ্রগুলোতে শিশু উন্নয়নে ৩ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। সরকার শিশু বিকাশ কেন্দ্রের মাধ্যমে দেশের অনাথ ও পথশিশুদের থাকা-খাওয়া, শিক্ষা, খেলাধুলা ও চিত্তবিনোদনের সু-ব্যবস্থা করেছেন বলে তিনি জানান।


তিনি এলাকার নারী ও শিশু উন্নয়নে সর্বাত্মক সহযোগিতাসহ কর্মজীবী শিশুদের জন্য মন্ত্রণালয় হতে প্রকাশিত বঙ্গবন্ধু শিশু গ্রন্থসহ বিভিন্ন বই, পুস্তক প্রদানের আশ্বাস দেন। তিনি সোমবার সকালে প্রদীপন পাইকগাছা কেন্দ্রে শিশু অধিকার সংরক্ষন ও সাংবাদিক ফোরামের সাথে মতবিনিময়কালে প্রধান অতিথির বক্তৃতায় এসবকথা বলেন। এর আগে প্রধান অতিথিকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে সংগঠনের নেতৃবৃন্দ পৌরসভায় শিখন ও বিনোদন কেন্দ্র স্থাপন, বাজেটে শিশুদের জন্য বরাদ্দ, বাল্য বিবাহ বন্ধ ও শিশুমেলা উদযাপনসহ ফোরাম এবং এনএসএ প্রকল্পের বিভিন্ন কার্যক্রম তুলে ধরেন।

শিশু অধিকার সংরক্ষন ফোরামের সভাপতি এ্যাড. শফিকুল ইসলাম কচির সভাপতিত্বে ও এনএনএসএ প্রকল্পের প্রকল্প সমন্বয়কারী আজমল-আল নূর পাভেলের পরিচালায় সভায় বক্তব্য রাখেন এ্যাড. এফএমএ রাজ্জাক, এ্যাড. মোজাফফার হাসান, এ্যাড. সেলিনা আক্তার, প্রভাষক আবু রাসেল কাগজী, সাংবাদিক স্নেহেন্দু বিকাশ, তৃপ্তি রঞ্জন সেন, আব্দুল আজিজ, এন ইসলাম সাগর, শিক্ষক শ্রদ্ধা রাণী সরকার, উদয় শংকর রায়, শফিয়ার রহমান ও রাজু আহমেদ।