আসলে এ বড় লজ্জার, এ বড় বেদনার। আমাদের শিশুরা এ
কোন পাপের দায় মোচন করছে? কেন তারা জন্মেই বয়ে বেড়াচ্ছে আজন্ম পাপের বোঝা?
কেন তার কোমল মতি হাতে তুলে নেবে হাতুড়ি? কেন সে উল্লাসে উচ্ছাসে ছুটছেনা মুক্ত মাঠে? কেন সে রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে ভাংছে পাথর, ঝরাচ্ছে রক্ত, পুড়াচ্ছে দেহ-কী তার পাপ? কী তার অপরাধ?
এক বার ভাবুন ১০ /১২ বছরের এক টি সন্তান রাস্তার ফুটপাতে বসে লৌহার হাতুড়ী
দিয়ে ভাংছে ইট বা পাথর, অথবা এক বেলা খাবারের বিনিময়ে কোন ওয়ার্কশপের লৌহা
পেটাচ্ছে আর সেই ছেলেটির বাবা আপনিই তা হলে কি করবেন আপনি? চেয়ে চেয়ে
দেখবেন? এটিই তার নিয়তী বিচার করে নিরবে সয়ে যাবেন? আজকের বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবসে এই প্রশ্ন সচেতন প্রতিটি ব্যাক্তির কাছে।
বি.দ্র.- বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর জাতীয় শিশুশ্রম জরিপ ২০০৩-এর তথ্য
অনুসারে বাংলাদেশে কর্মজীবী শিশুর সংখ্যা প্রায় ৭৪ লাখ। তাদের মধ্যে ১৩ লাখ
শিশুই নানা ঝুঁকিপূর্ণ কাজে নিয়োজিত।