Wednesday, June 12, 2013

পাইকগাছায় আমন চাষীদের মাঝে অনুদান প্রদান

পাইকগাছায় উন্নত শস্য ব্যবস্থাপনা ও শস্য বিন্যাস প্রযুক্তি সম্প্রসারণের মাধ্যমে খাদ্যে স্বয়ং সম্পূর্ণতা অর্জনের লক্ষ্যে ব্র্যাক কৃষি ও খাদ্য নিরাপত্তা কর্মসূচী প্রকল্পের উদ্যোগে উপকারভোগী আমন চাষীদের মাঝে অনুদান বিতরণ করা হয়েছে।

বুধবার দুপুরে ব্র্যাক পাইকগাছা কেন্দ্রে উপজেলা ব্যবস্থাপক সুজয় কুমার সাহার সভাপতিত্বে বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার কাজী আতিয়ুর রহমান, বিশেষ অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান কৃষ্ণপদ মন্ডল, উপজেলা কৃষি অফিসার বিভাষ চন্দ্র সাহা।

অনুষ্ঠানে ৭০ জন আমন চাষীদের মাঝে কৃষি উপকরণ বাবদ প্রত্যেককে ৭৮০ টাকা করে নগদ অর্থ প্রদান করা হয়।